আজকাল ওয়েবডেস্ক: ব্রেকআপের কয়েক ঘণ্টার মধ্যে চরম পদক্ষেপ এক দক্ষ স্কাইডাইভারের। মনখারাপ নিয়ে স্কাইডাইভিং করার সময় চরম পদক্ষেপ। ইচ্ছে করেই খুললেন না প্যারাসুট। ১০ হাজার ফুট উঁচু থেকে নীচে পড়ে মর্মান্তিক পরিণতি ৩২ বছরের যুবতীর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সাউথ ওয়েলসের ক্যারফিলিতে। প্রথমে সকলেই ভেবেছিলেন দুর্ঘটনায় দক্ষ স্কাইডাইভার জেড ড্যামারেলের মৃত্যু হয়েছে। কিন্তু পরে জানা গিয়েছে, ইচ্ছে করেই প্যারাসুট খোলেননি জেড। মানসিকভাবে বিধ্বস্ত হয়েই এই পদক্ষেপ করেছেন তিনি। ১০ হাজার ফুট উঁচু থেকে নীচে পড়তেই তাঁর মৃত্যু হয়।
যুবতীর পরিচিতরা পুলিশকে জানিয়েছেন, ৩২ বছরের জেড বিবাহ বিচ্ছেদের পর ২৬ বছরের বেন গডফেলোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। আট মাস তাঁরা সম্পর্কে ছিলেন। গত বছর ক্রিসমাসের সময় থেকে একসঙ্গে থাকতেন। বেন স্কাইডাইভিং শিখছিলেন জেডের কাছে। একসঙ্গে একাধিকবার স্কাইডাইভিং করেছেন।
ঘটনার আগেরদিন বেনের সঙ্গে জেডের বিচ্ছেদ হয়। বেন সেই বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন জেড। বন্ধুদের জানিয়েছিলেন সে বিষয়ে। পরেরদিন সকালে বেন কাজে চলে যান। এদিকে স্কাইডাইভিংয়ে গিয়ে প্যারাসুট না খুলেই চরম পদক্ষেপ করেন জেড। ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
